বান্দরবানের নতুন জেলা প্রশাসক শামীম আরা রিনি
বান্দরবান পার্বত্য জেলার নতুন জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন শামীম আরা রিনি।
আজ ৬ জানুয়ারি সোমবার জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার বদলের পর এর মাধ্যমে নতুন জেলা প্রশাসক পেলো বান্দরবান পার্বত্য জেলা।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর শামীম আরা রিনি কে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার সেই প্রজ্ঞাপন বাতিল করে তাকে বান্দরবানে বদলি করা হয়।