নাইক্ষ্যংছড়িতে অস্ত্র বিক্রির সময় যুবক আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন থেকে অস্ত্র বিক্রির সময় ইস্কান্দার (১৬) নামে এক যুবকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইটি একনলা দেশীয় বন্দুক জব্দ করা হয়। আটক ইস্কান্দর রামু গর্জনিয়া ইউনিয়নের তোয়াইঙ্গাকাটা গ্রামের নুরুল বশার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো; মাসরুরুল হক জানান, শুক্রবার ১০জানুয়ারি সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।