বান্দরবান বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ৮ মাঘ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ১২:৩৩, ১৭ জানুয়ারি ২০২৫

বান্দরবানে এলজিইডি’র খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

বান্দরবানে এলজিইডি’র খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

 

বান্দরবানের আলীকদমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ৭০ শতাংশ বিল নিয়ে কাজের মেয়াদ শেষ হলেও নিয়ম অনুযায়ী কাজ সমাপ্ত না করায় ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ২০২৩-২৪ অর্থ বছরে আলীকদম উপজেলা সদরে পানি সংকট নিরসনে বাসস্টেশন এলাকা থেকে জামাল চেয়ারম্যান বাড়ির মাতামূহুরী নদী পর্যন্ত ১২শ মিটার ক্যায়াং ঝিড়ি খাল খনন প্রকল্পের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

যেখানে প্রকল্পটির মাধ্যমে হিন্দু পাড়া, নাজির চেয়ারম্যান পাড়া, বাজার পাড়া, থানা পাড়া,আলীম উদ্দিন পাড়া, পোষ্ট অফিসসহ কয়েকটি পাড়ার অন্তত ১০ হাজার জনগন উপকৃত হওয়ার কথা থাকলেও কাজটি সম্পন্ন না করায় দূর্ভোগ বেড়েছে কয়েক গুন। এছাড়া প্রকল্পটিতে খাল খনন,পায়ে হাটার রাস্তা, সৌন্দর্য বর্ধনে ইউনি ব্লক স্থাপন ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বেঞ্চ বসানোসহ প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৭২ লাখ টাকা এবং কাজটি বাস্তবায়নের সর্বশেষ সময়সীমা ছিল ২০২৪ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। যার দায়িত্ব পেয়েছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান এনএস এন্টারপ্রাইজ।
তবে কাজটি জনবান্ধব হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে উন্নয়নের নামে শুধুই যেন মাটি বিক্রয় করা হয়েছিল। খান খনন করে সৌন্দর্য বর্ধণে ইউনি ব্লক বসানো ও স্থানীয়দের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে খালটির তীরে বেঞ্চ বসানোর কথা থাকলেও মাটি কাটা ছাড়া কোন কিছুই করেনি এসবের। এরই মধ্যে প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গেছে।

সঠিক সময়ের মধ্যে কাজটি শেষ না করায় খনন করা খালটির দুই পাড় ভেঙ্গে পড়ে ভরাটও হয়ে গেছে খালটির গর্ভস্থ অধিকাংশ এলাকা। ফলে এই প্রকল্পটিতে এলজিইডি’র কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে সরকারি টাকা অপচয় ছাড়া তেমন কিছুই দৃশ্যমান হচ্ছে না।

আলীকদম সদর ইউপির বাসিন্দা মানিক মিয়া, মো.হোসেন ও সুমিত্র তঞ্চঙ্গ্যা জানান, আলীকদম উপজেলার প্রাণকেন্দ্র ও সবচেয়ে জনবসতি পূর্ণ এলাকায় উন্নয়নের নামে ক্যায়াং ঝিরি খাল খনন,খালের দুইপাশের তীরে ইউনি ব্লক বসিয়ে সৌন্দর্য বর্ধন, ওয়াক ওয়ে ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়েতুলতে বেঞ্চ বসানোর প্রকল্পটি সম্পূর্ণ না করায় এলাকায় বেড়েছে দূর্ভোগ। প্রকল্পটির মেয়াদ শেষ হলেও ৫০ শতাংশ কাজ সম্পন্ন না করেই প্রায় ৭২ লাখ টাকা বরাদ্ধের মধ্যে ৫০ লাখ টাকা বিল উত্তোলন করে ফেলেছে টিকাদার। যা মোট বরাদ্ধের ৭০ শতাংশ। গত সেপ্টেম্বর মাস থেকে শুকনো মৌসুম থাকলেও কাজ বন্ধ রেখেছে ঠিকাদার।

 

সম্পর্কিত বিষয়: