লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
বান্দরবানের লামায় অবৈধ ইট ভাটা পরিচালনা করার দায়ে ৪ ভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ফাইতং ইউপি এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অবৈধ ইট ভাটার মালিকরা হলেন,SBW- ব্রীক্সের গিয়াস উদ্দিন,5BM ব্রীক্সের মো. জুনায়েদ, DBM ব্রীক্সের নাজেমুল ইসলাম ও DBM ব্রীক্সের আলহাজ্ব এনামুল হক।
স্থানীয়রা জানান, তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার কার্যক্রম যাতে শুরু হতে না পারে, সে বিষয়ে এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরই প্রেক্ষিতে জেলার বিভিন্ন অবৈধ ইট ভাটা গুলো বন্ধ রাখতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ সকালে বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে।
এসময় SBW, 5BM, MBI ও DBM ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক ৪ টি মামলায় MBI ব্রিক ফিল্ডকে ২ লাখ,
SBW, 5BM ও DBM ব্রিকয়ের প্রত্যেকটিকে ৩ লাখ করে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুপায়ন দেব,বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.রেজাউল করিম, লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.রেজাউল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ ধ্বংসের সাথে জড়িত কাউকেই ছার দেওয়া হবে না।