লামায় সড়ক দস্যূতায় ৬ যুবক গ্রেপ্তার, স্মার্ট ফোনসহ ৩ মোটরসাইকেল জব্দ

বান্দরবানের লামা উপজেলায় সড়ক দস্যূতা মামলায় ৬ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা,পাশের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘি ও উখিয়া উপজেলার জালিয়াপালং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার বাসিন্দা নুর আলমের ছেলে মো. খাইরুল আমিন (২১), শামুকছড়া এলাকার বাসিন্দা দ্বীন মোহাম্মদের ছেলে জাহিদুল ইসলাম মানিক (২২) ও মেম্বার পাড়ার বাসিন্দা মো. ফজলু রেনু মিয়ার ছেলে মো. সালা উদ্দিন (২৫), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘি এলাকার বাসিন্দা মাহামুন নবীর ছেলে মো. দিদার (২৫), উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে আবুল শরীফ (২২) ও সোনারপাড়ার বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৫)। এ সময় তাাদের কাছ থেকে ৩টি মোটর সাইকেল ও ১টি স্মার্ট ফোন আলামত জব্দ করা হয়। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন রবিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিকিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।