বান্দরবান বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ০৯:৩০, ৯ মার্চ ২০২৫

দুর্গম পাহাড়ে ব্যতিক্রমী আয়োজন

দুর্গম পাহাড়ে ব্যতিক্রমী আয়োজন

 

গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস।  পাহাড়েও পালিত হয়েছে এই দিবসটি। তবে ব্যতিক্রমীই ভাবে নারী দিবস পালন করেছে বেসরকারি সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি ( বিএনকেএস) ও ডিয়াকোনিয়া প্রতিষ্ঠানটি। দীর্ঘ বছর পর এমন ব্যাতিক্রমী আয়োজন করায় খুশি পাহাড়ের প্রতিটি নারীরা।
গতকাল শনিবার থানচি বলীপাড়া ইউনিয়নের নাইংক্ষ্যং পাড়ার সাঙ্গু নদীর ঘাটে দিবসটি উপলক্ষ্যে পাহাড়ের নারীদের নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিয়াকোনিয়া বাংলাদেশ অর্থায়নের বেসরকারী উন্নয়ন সংস্থা ‘বলীপাড়া নারী কল্যাণ সমিতি’ (বিএনকেএস) আয়োজনে নারী দিবসের ব্যতিক্রমীই উদ্যেগ কর্মসূচি বাস্তবায়ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা। এছাড়াও থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, বিএনকেএস উপ নির্বাহী পরিচালক উবানু মারমাসহ নারী পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।
এই দিবসটি উপলক্ষ্যে দুর্গম উপজেলা থানচি বলিপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং পাড়া গ্রামে নারীদের এমন ব্যতিক্রমীই আয়োজনে উৎসব মুখরিত হয়ে উঠে সাঙ্গু নদী চর। আগমন ঘটেছে শতাধিক উৎসুক জনতা। পাহাড়িয়া নারীরা এই দিবসটিকে ঘিরে প্রতিযোগিতায় মেতে উঠেছে।
এদিকে নৌকা বাইচ প্রতিযোগিতায় ৪টি ও সাতার প্রতিযোগিতায় ২টি দল পাহাড়ে বসবাসরত শতাধিক নারীরা অংশ নেন। অনুষ্ঠানে নিজেদের ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পড়ে ব্যতিক্রমী এমন আয়োজনে উচ্ছ্বাসিত এলাকার মানুষ ও প্রতিযোগীরা। এই নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নাইক্ষ্যং পাড়া দল ও সাতারে মাপ্রুচিং মারমা। পরে প্রতিযোগিতাদের পুরষ্কার তুলে দেন অতিথিরা।

 

সম্পর্কিত বিষয়: