ধর্ষণের দায়ী ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি।
লামায় ৪৮ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে লামা থানা-পুলিশ।
জানা গেছে, গতকাল রবিবার সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের সন্দ্বীপ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মানসিক প্রতিবন্ধী মহিলার ঘরের ছেলে ও ছেলের বউ সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে বাসায় কেউ না থাকায় মহিলাকে পাশ্ববর্তী জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে স্থানীয় সিদ্দিকুর রহমানকে আটক করে পুলিশের হাতে তুলে দে। সিদ্দিকুর রহমান একই এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এ ব্যাপারে ভিকটিমের ছেলের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে লামা থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার রাতে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। মানসিক প্রতিবন্ধী মহিলাকে পুলিশ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য লামা সদর হাসপাতালে পাঠানো হয়