সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব বান্দরবান পুলিশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ রবিবার বেলা ১১টায় বাইশারী তদন্ত কেন্দ্র হলরুমে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক-এর সভাপতিত্বে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম বার।
তিনি বলেন, বাইশারীতে সংগঠিত ঘটনার বিষয়ে আপনাদের সহযোগিতায় অপরাধ দমন সম্ভব হয়েছে। হত্যাকান্ডের আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আপনাদের পাশে রয়েছে। সম্প্রতি এলাকায় অপহরণ, চুরি, ছিনতাই, মাদক সেবন বেড়ে যাওয়ায় অপরাধপ্রবণতা বেড়ে গেছে। এর উত্তরনের উপায় সকলে মিলে কাজ করা। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় অপরাধ নির্মূল হবে।
হত্যাকান্ডের বিষয় নিয়ে দ্রুততম সময়ে কাজ করবে পুলিশ। তিনি আরো বলেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। অবশ্যই সফলতা আসবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গডে তোলার আহবান জানিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আবদুল করিম,সহকারী পুলিশ সুপার এএসপি সার্কেল লামা নুরুল আনোয়ার, ডিবি ওসি কামরুজ্জামান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল করিম বান্টু, সদস্য সচিব আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমীর মোঃ ছলিম, সেক্রেটারি মাওলানা আহসান হাবিব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।