বান্দরবান বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ১০:৩০, ২৭ মার্চ ২০২৫

বান্দরবানে গঙ্গা পূজা ও বারুনী স্নান অনুষ্ঠিত

বান্দরবানে গঙ্গা পূজা ও বারুনী স্নান অনুষ্ঠিত

বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতনী সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বান্দরবানের আর্শীবাদ সংঘের আয়োজনে জেলা সদরের সাঙ্গু নদীর তীরে নানা ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গঙ্গা পূজার শুরু হয়।

অনুষ্ঠানে গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভজন র্কীতন, মহাপ্রসাদ আস্বাদন, গঙ্গা আরতি, হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা ধর্মীয় আচার অনুষ্টানের আয়োজন করা হয়।

এই সময় সনাতনী সম্প্রদায়ের শতশত পূর্ণার্থীগন সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের চরনে ভক্তি নিবেদন করে পাপ মুক্তির আশায় নদীর স্বচ্ছ পানিতে নেমে বারুনী স্মানে অংশ নেয়। জেলা ও উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার শতশত সনাতন ধর্মালম্বী নর-নারী নদীতে গঙ্গা স্মানের পাশাপাশি গঙ্গা মায়ের জন্য পূজা প্রদান করে ও আগামী দিনের সুখ-শান্তি প্রত্যাশা করে। 

নানা ধর্মীয় আয়োজন শেষে শুক্রবার (২৮মার্চ) সকাল ৮টায় পুষ্পাঞ্জলী শেষে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জন এর মাধ্যমে এবারে বর্ণাঢ্য আয়োজন সমাপ্তি ঘটবে গঙ্গা পূজা ও বারুনী স্নান উৎসবের।

সম্পর্কিত বিষয়: