লামায় পাহাড় ও গাছ কেটে রাবার ফ্যাক্টরির কার্যক্রম শুরু

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের আন্ধারী খালের উৎপত্তিস্থলে পাহাড় আর গাছ কেটে পরিবেশ দূষন করে রাবার ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু করেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পাহাড় আর গাছ কাটার পাশাপাশি ওই এলাকার একমাত্র পানির উৎস আন্ধারী খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেয়া হলে এলাকার মানুষ আগামীতে আরো তীব্র পানি সংকটের আশংকা করছে, পরিবেশ বিপর্যয়ের এমন কর্মকান্ড দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বান্দরবানের লামা উপজেলার দুর্গম সরই ইউনিয়নের একমাত্র পানির উৎস আন্ধারী খাল। দীর্ঘদিন ধরে এই আন্ধারী খালের পানি ব্যবহার করে জীবনধারণ করে আসছে স্থানীয় বাসিন্দারা। এদিকে হঠাৎ করে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি রাবার কোম্পানী সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আন্ধারী খালের উৎপত্তিস্থলে বিভিন্ন গাছ আর পাহাড় কেটে তাদের একটি রাবার ফ্যাক্টরির কার্যক্রম শুরু করেছে।
এদিকে হঠাৎ করেই পরিবেশ দূষণ করে বৃক্ষ নিধণ,পাহাড় কর্তনের পাশাপাশি আন্ধারী খালে বাঁধ নির্মাণের সংবাদে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে এলাকাবাসী। রাবার ফ্যাক্টরির কার্যক্রম পুরোদমে শুরু হলে কয়েক হাজার পাহাড়ী আর বাঙালি জনসাধারণের কৃষি, মৎস্য চাষ ও দৈনন্দিন চাহিদা পূরণের একমাত্র পানির প্রাকৃতিক উৎস আন্ধারী খালের পানি দূষণের আশঙ্কা করছে স্থানীয় জনগণ।
জানা যায়, আন্ধারী খালের পানির উৎসকে ঘিরে প্রায় ৩-৪ হাজার মানুষের বসবাস, আর পরিবেশ বিধংসী এমন কর্মকান্ড করে ওই এলাকায় রাবার ফ্যাক্টরি চালু হলে আশেপাশের আমতলী পাড়া, দেবয়াপাড়া, নলুয়ার বিল, ডিসি রোড, দেরাজ মিয়া পাড়াসহ কয়েকটি পাড়ার মানুষ পানির অভাবে উচ্ছেদ হওয়ায় আশংকায় রয়েছে। দ্রুত লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এমন কর্মকান্ড বন্ধ করে অন্যত্র সরিয়ে নিতে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা আবদুল খালেক জানান, দীর্ঘদিন ধরে আমরা এই এলাকায় বসবাস করছি আর একমাত্র পানির উৎস আন্ধারী খালকে ব্যবহার করছি। কিন্তু হঠাৎ করে এই এলাকায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের কর্মকান্ড শুরু করার পর অনেক গাছ কেটে ফেলেছে, সে সাথে মাটি কাটার পাশাপাশি পরিবেশের ক্ষতি শুরু করেছে। তিনি আরো বলেন, আমরা জেনেছি তারা এই এলাকার একমাত্র পানির উৎস আন্ধারী খালে একটি বাঁধ দিয়ে পানির উৎস বন্ধ করে দেবে, আর যদি এমন হয় তবে এই এলাকার সাধারণ জনগণ পানির তীব্র কষ্ট পাবে।
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মো.ফিরোজ জানান, আমরা এই এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করে আসছি। আন্ধারী খালের পানি দিয়ে আমরা ফল-ফলাদি ও ধানসহ বিভিন্ন সবজি উৎপাদন করে তা বিক্রি করে পরিবার পরিজন নিয়ে সুখেই আছে। কিন্তু লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমাদের এই এলাকায় যে ধবংস লীলা শুরু করেছে তার জন্য আমরা চিন্তিত ও আতংকিত।