ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত বান্দরবান

ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত হচ্ছে পার্বত্য জেলা বান্দরবান। ইতোমধ্যে জেলার ৭০ ভাগ হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিং হয়ে গেছে। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন হোটেল-মোটেল ও ট্যুরিষ্ট যানবাহন সংশ্লিষ্টরা,আর পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
প্রতি বছর ঈদের ছুটিতে অসংখ্য পর্যটকের ঢল নামে পার্বত্য জেলা বান্দরবানে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠে জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, নীলগিরি নীল দিগন্তসহ জেলার সব কয়টি পর্যটনকেন্দ্র। এদিকে এবারেও ঈদের দীর্ঘ ছুটিতে প্রচুর পর্যটকের বান্দরবানে সমাগম ঘটবে জেলায় এমন প্রত্যাশা করছে পর্যটন ব্যবসায়ীরা। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে জেলার বেশির ভাগ হোটেল-মোটেল, রিসোর্ট আর গেস্ট হাউস। শেষ সময়ে বিভিন্ন সংস্কার কাজ শেষ করে নতুনভাবে সাজিয়ে পর্যটকদের সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে পর্যটন ব্যবসায়ীরা।
জেলা সদরের হিলটন হোটেলে এর ম্যানেজার এস এম আক্কাস উদ্দিন জানান, আমাদের হোটেলের ৭২টি রুমের মধ্যে প্রায় ৬০ শতাংশ বুকিং হয়ে গেছে আর ঈদের ছুটি শুরু হলেই আরও পর্যটক এর আগমন ঘটবে আর আমরা ভ্রমনকারীদের সার্বিক সেবা দিতে প্রস্তুত।
বান্দরবানের ক্লাউডি ইন রির্সোট এর ম্যানেজার মো.হাসান জানান, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে আমাদের বেশিরভাগ রুম বুকিং হয়েছে। আমরা পর্যটকদের বরণের অপেক্ষায় রয়েছি। তিনি আরো জানান, বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবার জন্য প্রতিটি হোটেল-রিসোর্ট কর্তৃপক্ষ বেশ সচেতন আর তারা পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে যাচ্ছে।
বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো.জসীম উদ্দিন বলেন, সকল হোটেল মোটেল আর রিসোর্টগুলো আমরা নতুন আঙ্গিকে সাজানো এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য সকল মালিককে নির্দেশনা দিয়েছি এবং সেই মোতাবেক পর্যটক বরণের জন্য সবাই সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।