বান্দরবানে আবাসিক হোটেলগুলোতে খালি নেই কোনো রুম

বান্দরবানে গাড়িতেই রাত কাটাচ্ছেন শতাধিক পর্যটক।
পর্যটনের অফুরন্ত সম্ভাবনাময় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে রয়েছে অসংখ্য পর্যটন স্পট। এ জেলায় রয়েছে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয়, দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেউক্রাডংসহ অসংখ্য পাহাড়। রয়েছে বাংলার দার্জিলিংখ্যাত চিম্বুক, নীলগিরি, যেখানে অনায়াসে মেঘের ছোঁয়া পাওয়া যায়।
ঈদের লম্বা ছুটিতে রেকর্ড পরিমাণ পর্যটক সমাগম ঘটেছে পার্বত্য জেলা বান্দরবানে। জেলা আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট সমিতির দেওয়া তথ্য মতে, ঈদের আগেই পর্যটকরা আগাম ৮০ শতাংশ রুম বুকিং সম্পন্ন করেন।
এদিকে টানা ছুটিতে ঈদের দ্বিতীয় দিন থেকেই জেলায় পর্যটক সমাগম বাড়তে থাকে। বুধবার (২ এপ্রিল) ঈদের তৃতীয় দিনে জেলায় রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম ঘটেছে। জেলার অন্যতম পর্যটন স্পষ্ট মেঘলা, নীলাচল পর্যটন কেন্দ্রর প্রবেশ মুখে দীর্ঘ গাড়ির সারি দেখা যায়।
অন্যদিকে রাত নামতেই জেলার আবাসিক হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। একাধিক আবাসিক হোটেলে ঘুরলেও কোনো রুম খালি না থাকায় রাত্রিযাপনে বিড়ম্বনায় পড়ার কথা জানিয়েছেন আগত বেশ কয়েকজন পর্যটক। রুম না পাওয়ায় রাস্তায় রাত্রিযাপন করা লাগতে পারে বলে মন্তব্য করেন কেউ কেউ।