বান্দরবান বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৬:৩৯, ১৩ জানুয়ারি ২০২৫

মানব পাচারকারী চক্রের ৫ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত

মানব পাচারকারী চক্রের ৫ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত

 

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জন নাগরিককে পুশব্যাক করা হয়েছে, আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫ জন মানব পাচারকারীকে আদালতে তোলা হলে আদালত ৫ জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুজির মুখ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৫৮জন মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) ৫৩ জনকে ১২জানুয়ারী (রবিবার) ভোরে পুশব্যাক করা হয়েছে আর তাদের বাংলাদেশে প্রবেশে সহযোগীতাকারী আটক ৫ জন মানব পাচারকারীকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম ৫ জন মানব পাচারকারীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেল হাজতে প্রেরনকৃত মানব পাচারকারীরা হলেন, বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো.নজরুল ইসলাম (৪০), মো.আবু হুজাইফা (৩১) ও মো.মোরশেদ আলম (৫৭)।

বান্দরবানের আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, আটককৃতদের মধ্যে ৫৩জনকে রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে।

তিনি আরো জানান, মামলার আসামী ৫জন মানব পাচারকারীর বিরুদ্ধে আলীকদম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান,আলীকদম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় ৫জন আসামীকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত ৫ জন আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

 

সম্পর্কিত বিষয়: