থানচিতে এসবিএম ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
দেশের উচ্চ আদালতে নির্দেশনা উপেক্ষা করে ইটভাটা করে ইট তৈরি করার কারনে বান্দরবানে থানচি উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ধারা মোতাবেক এসবিএম ইটভাটা কে ১ লক্ষ টাকা টাকা জরিমানা ও আনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুরে উপজেলায় উষামং হেডম্যান পাড়া এলাকায় এসবিএম নামক ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
রাকিব হাসান চৌধুরী।
প্রশাসনিক সূত্রে জানা যায়, ইট প্রস্তুত করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যান্য অনিয়মে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার এবং পরিবেশের ক্ষতি করে ইট ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে অভিযান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।